আমার সম্পর্কে:
আমি শাকিল আহম্মেদ।মা, বাবা,ভাই,বোন,ভাসতা-ভাসতি ও ভাবি সহ মোট ৮ সদস্যের পরিবার।আমি পরিবারের দ্বিতীয় সন্তান।সাধারণ পরিবারে জম্ম গ্রহণ করেছি ১৩/০৪/২০০৩ ইং সালে।আমি ফুটবল ও ক্যারাম বোর্ড খেলা খুব ভালোবাসি।বাঁশের বাশি বাজানো সহ folk song করতে ভালোবাসি।বাঁশি বাজানো,গান করা,ফুটবল,ক্যারাম বোর্ড খেলা ইত্যাদি আমার নিত্য দিনের সঙ্গি।
0 মন্তব্যসমূহ